Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে মানিকপুর ইউনিয়ন

 

 

 ইউনিয়ন পরিচিতিঃ

 

 

 

সিলেট থেকে জকিগঞ্জ আসার মধ্যবর্তী কালীগঞ্জ বাজারের পশ্চিম-দক্ষিন পাশে অবস্থিত ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদ।জকিগঞ্জ উপজেলা ৯ টি ইউনিয়নের মধ্যে বড় ইউনিয়ন হচ্ছে মানিকপুর ইউনিয়ন| এই ইউনিয়ের উত্তর পাশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অবস্থিত| সিলেট থেকে মানিকপুর ইউনিয়নের দূরুত্ব হচ্ছে প্রায় ৮০ কিঃ মিঃ এর মতো।মানিকপুর ইউনিয়নে আসতে হলে সিলেটবাস স্ট্যান্টথেকে কালগিঞ্জ টু জকিগঞ্জ বাসে উঠে আসতে হয়|

 

ইউনিয়নের নাম

:

৯ নং মানিকপুর ইউনিয়ন পরিষদ।

উপজেলা

:

জকিগঞ্জ।

স্থাপন কাল

:

২৭-০৬-১৯৬০ ইং।

মানিকপুর ইউনিয়ন অবস্থিত

:

কালীগঞ্জ বাজারের পশ্চিম-দক্ষিনে ইছামতি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত।

উপজেলা হতে যোগাযোগ ব্যবস্থা

:

সড়ক পথে- বাস/লেগুনা দ্বারা।

উপজেলা হতে দূরুত্ব

:

১৭ কিঃ মিঃ

আয়তন

:

৪০ (বর্গ কিঃ মিঃ)।

সীমানা

:

র্পূবে-৮ নং কসকনকপুর ইউনিয়ন, পশ্চিমে-৩ নং কাজলসার ইউনিয়ন, উত্তরে-ভারত, দক্ষিণে-৬ নং সুলতানপুর ইউনিয়ন|

চেয়ারম্যানের নাম

:

মোঃ মাহতাব হোসেন চৌধুরী

মোবাইল নাম্বার

:

০১৭৫৬৭৫৫৭৫২

সচিবের নাম

:

মোহাম্মদ আব্দুস ছত্তার।

মোবাইল নাম্বার

:

০১৯১২৫৯৭২৪৫

মৌজার সংখ্যা

:

২৬ টি।

গ্রামের সংখ্যা

:

৪১ টি।

জনসংখ্যা

:

মোট – ৪৪,৬৭০ জন।

খানার সংখ্যা

:

৮,২০০

ভোটার সংখ্যা

:

১৮৬৪৬ জন।

জমির পরিমান একরে

:

মোট-৯৮৭৭.৫৩একর, কৃষি- ৫৯২৬.৫২একর, অকৃষি-৩৯৬২.০১একর।

শিক্ষার হার

:

৭০%

প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা

:

সরকারী-২১ টি।বেসরকারী-০২ টি।কমিউনিটি-০১ টি।

মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা

:

সরকারী-০৩ টি। বেসরকারী-০২ টি।

কলেজের সংখ্যা

:

সরকারী-০ টি। বেসরকারী-০২ টি।

মাদ্রাসার সংখ্যা

:

আলীয়া মাদ্রাসা – ০৬ টি।কওমী মাদ্রাসা – ০১ টি। কামিল মাদ্রাসা - ২টি।

ধর্মীয় প্রতিষ্টানের সংখ্যা

:

মসজিদ – ১৪১ টি। মন্দির – ২২ টি।

সায়রাত মহলের সংখ্যা

:

হাট-বাজার – ০১ টি। জলমহল – ০৩ টি।

জন্ম নিবন্ধের সংখ্যা ও শতকরা হার (অক্টোম্বর হইতে ডিসেম্বর/২০১৭)

:

৪৪৬৭০শতকরা হার ১০০%

স্বাস্থ্য সম্মতপায়খানা ব্যবহারকারী পরিবারের সংখ্যা ও শতকরা হার

:

৬০০০ শতকরা হার ৯৫%

ব্যাংকের শাখার সংখ্যা

:

২ টি।

ব্যাংকের শাখার নাম

:

১। পূবালী ব্যাংক লিঃ কালীগঞ্জ বাজার শাখা, ২।রূপালী ব্যাংক লিঃ কালীগঞ্জ বাজার শাখা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নব গঠিত পরিষদের বিবরনঃ

১। শপথ গ্রহণের তারিখ –০৪/-৮/২০১৬ ইং।

২। প্রথম সভার তারিখ -  ১১/০৮/২০১৬ ইং।

 

ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যাঃ

 

১। র্নিবাচিত পরিষদ সদস্য সংখ্যা– ১৩ জন।

২। ইউনিয়ন পরিষদ সচিব – ০১ জন।

৩। ইউনিয়ন গ্রাম পুলিশ – ০৯ জন।

 

মানিকপুর ইউনিয়নের গ্রাম সমূহের নামঃ

 

মোহাম্মদপুর, জিয়াপুর, কোনাগ্রাম, কেরাইয়া, মঙ্গলপুর,

দর্গাবাহারপুর, দাউদপুর, সিরাজপুর, মুসলিমপুর, মনসুরপুর,

এওলাসার, ফুলতলী, জারইলতলা, বাল্লাহ, আকাশমল্লিক, রঘুরচক,

চালিয়া কাপন, খলাদাপনিয়া, ইসলামপুর, মাতারগ্রাম, সুরানন্দপুর,

হরাইত্রিলোচন, শিবের চক, দুধরচক, হাজারী চক, ব্রাহ্মণগ্রাম, সারংদেব,

মালিগ্রাম, শাহজালালপুর, খাসেরা, কলাকুটা, মানিকপুর, নুরপুর।