Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাদেদেওরাইল ফুলতলী আলীয়া কামিল এম এ মাদ্রাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

 

এমপিভুক্তর সাল ০১-০৩-১৯৮৪ ইং সালে। শিক্ষক- ২২জন। শিক্ষিকা-নাই। অফিস সহকারী-০৩ জন। দপ্তরী-০৫ জন। নৈশ প্রহরী-০১ জন। ভবন -০৫ টি। ভূমির পরিমাণ-২ একর ১৩ শতক।

 

ইসলামী তাহযীব তামাদ্দুন রর্ক্ষাথে ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত সিলেট এর পূর্ব সীমান্তে শষ্য শ্যামল সবুজ পল্লী ঘেরা প্রাকৃতিক অপরুপ সৌন্দর্যময় স্থান ফুলতলী।ঈমান আকিদার তাগিদে পরবর্তী প্রজন্মকে সৃষ্টিকর্তা ও তদীয় রাসূল (সাঃ) এর প্রদর্শিত পথে টিকিয়ে রাখার লক্ষ্যে নবী প্রেমিক হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সহচর হযরত শাহ কামাল (রঃ) এর সুযোগ্য উত্তরসূরী বিশিষ্ট আলিম মাওলানা মোঃ ফাতির আলী সাহেবের একান্ত প্রচেষ্টায় যে দ্বীনি মশাল প্রতিষ্টিত হয়, তা আজ “ বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম, এ) মাদ্রাসা” নামে খ্যাত। তার একান্ত প্রচেষ্টায় ১৯২০ ইং সনে প্রথমে মসজিদ ভিত্তিক লেখাপড়া আরম্ভ হয়।পরবর্তীতে এলাকাবাসীর সহযোহীতায় বর্তমান স্থানে মাদ্রাসার গৃহ নির্মাণ করা হয়। প্রতিষ্ঠাতা মরহুম মাওঃ ফাতির আলী সাহেবের চির প্রস্থানের পর মনসুরপুর নিবাসী মাওঃ মখদ্দছ আলী চৌধুরী সাহেব মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন। পরে বালাউট নিবাসী মাওলানা মোঃ তৈয়বুর রহমান চৌধুরী সাহেব উক্ত দ্বীনি মিক্ষার খেদমতে আত্মনিয়োগ করেন। এলাকাবাসী মাদ্রাসার প্রতি প্রভাবিত হওয়ায় ছাত্র সংখ্যা বৃদ্বি পায়। পরে হযরত ফুলতলী ছাহেব কিবলার ওয়ালিদ মুহতারাম মুফতি মাওলানা আব্দুল মজিদ সাহেবকে এলাকাবাসীর একান্ত অনুরোধে স্বীয় পূর্ব পুরুষের প্রতিষ্ঠিত মাদ্রাসায় শিক্ষা দানের জন্য নিয়োগ করা হয়।সুষ্ঠুভাবে লেখাপড়া পরিচালনার জন্য মরসুরপুর নিবাসী মাষ্টার ছৈদ আলী চৌধুরী, পলাশপুর নিবাসী ক্বারী ছৈদ আলী ও হাবিবুল্লাহ ছাহেব ভাদেশ্বরীকে শিক্ষক হিসাবে নিযুক্ত করা হয়।

 

প্রতিষ্ঠানটির সূচনালগ্নে যারা অধ্যয়ন করে সমাজে সুনামধন্য হযেছেন তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য দ্বীনের মুজাহিদ ও অন্যতম আলিম মরহুম মাওলানা আব্দুল মজিদ সাহেব, পলাশপুর, মরহুম মাওলানা নাছির উদ্দিন, মরহুম মাওলানা মস্তকিম আলী, মরহুম হেকিম মাওলানা ছখাওয়াৎ আলী, মরহুম মাওলানা রইছ উদ্দিন, মরহুম আব্দুর রকীব প্রমুখ।