যোগাযোগ ব্যবস্থাঃ
১। উপজেলা সদর হতে দাউদপুর, সিরাজপুর, মুসলিমপুর, মনসুরপুর,এওলাসার, ফুলতলী, জারইলতলা গ্রামে আসতে জকিগঞ্জ টু রতনগঞ্জ বাজার পযর্ন্ত – বাস/লেগুনা দিয়ে আসা যায়। ভাড়া হবে জনপ্রতি(৯/১০)টাকা। এরপর রতনগঞ্জ বাজার হইতে রিক্সা বা অটোরিক্সা দ্বারা (৫০/১০০) জনপ্রতি।
২| মানিকপুর ইউনিয়ন হতে মোহাম্মদপুর, জিয়াপুর, কোনাগ্রাম, কেরাইয়া, মঙ্গলপুর,
দর্গাবাহারপুর গ্রামে যেতে কালীগঞ্জ বাজার হতে রিক্সা/লেগুনা/অটোরিক্স/টেপপু দিয়ে যাওয়া যায়। ভাড়া (১০/৫০) জনপ্রতি।
৩। মানিকপুর ইউনিয়ন হতে সুরানন্দপুর, হরাইত্রিলোচন, শিবের চক, দুধরচক, হাজারী চক গ্রামে এইভাবে যাওয়া যায়। এই গ্রাম গ্রলো আমাদের প্রতিবেশী দেশ ভারতের বর্ডার পাশে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস